বর্তমান বিজেপি শাসনে ভারতবাস
আমরা সাধারণতঃ সৌজন্যমূলক সাক্ষ্যাৎকারে কথোপকথনে শুরু থাকি---‘নমস্কার৷ কেমন আছেন?’ এইরূপ বলে৷ যদি ফোনালাপে কথা করতে হয়, অধিকাংশ ক্ষেত্রেই বোধ করি, অনুরূপভাবেই শুরুটার শুরু করতে হয়৷ আর সাক্ষাৎ পর্বেই হোক কিংবা ফোনলাপে ‘উত্তরটাও’ খুব সম্ভবতঃ অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে---‘ভাল আছি’ বা ‘ভাল’ কিংবা একটু আম্তা আম্তা করে, ‘আর আছি, ঠাকুর/ ঈশ্বর যেমন রেখেছেন’---এই গোছের কথা বলেই শেষ করতে হয়৷ আমিও তাই করে চলেছি৷ কিন্তু, হঠাৎ করেই মনে হল, ‘সদা সত্য বলিবে, কদাপি মিথ্যা বলিও না’--- এই ধরনের উপদেশ বাক্য আমরা সর্বদা ছোটদের প্রতি বর্ষন করে চলতে অভ্যস্ত হয়েছি সত্ত্বেও আমরা কিন্তু এক ধরনের প্রতারকের মতই আচ
- Read more about বর্তমান বিজেপি শাসনে ভারতবাস
- Log in to post comments