অসমে নাগরিকপঞ্জি উন্নীতকরণের নামে এমন এক জটিল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, যার ফলে তথাকথিত আইনী প্যাঁচে প্রায় পঞ্চাশ লক্ষ বাঙালীর নাম নাগরিকত্ব থেকে বাদ পড়াটা প্রায় পাকাপোক্ত৷ তালিকা থেকে নূতন করে এক লক্ষ দুইহাজার নাম বাদ দিয়ে, পুনরায় আবেদনের কথা বলা হচ্ছে৷ গত ২৬ শে জুনের এই বাদপড়া তালিকার পূর্বে চল্লিশ লক্ষ আট হাজার নাম বাদ পড়েছে৷ সর্বমোট বর্তমানে একচল্লিশ লক্ষ দশ হাজার লোকের নাম তালিকা থেকে বাদ পড়েছে৷ আমরা আশংকা করছি ৫০ লক্ষ বাঙালীকে রাষ্ট্রহীন করা হবে৷
বর্তমানে যে প্রক্রিয়ায় নাগরিকত্ব যাছাই করা হচ্ছে, তাতে একদিকে যেমন এন.আর.সি কর্তৃপক্ষ কাজটা করছেন, অন্যদিকে বর্র্ডর পুলিশ, আর এক দিকে বিদেশী সনাক্তকরণ করছে ট্রাইবুন্যাল৷ একজন লোককে কত যায়গায় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে৷ অর্র্থৎ যেন তেন প্রক্রিয়ায় বাঙালীদের বিতাড়িত করাই তাদের লক্ষ্য৷
বাঙালীদের উদ্দেশ্যে করে এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত কম করে ৫০ জন বাঙালী আত্মঘাতী হয়েছেন৷ হাজারের উপর ডিটেনশন ক্যাম্প নামক জেলে বন্দি হয়ে চলছেন ও মৃত্যুর প্রহর গুণছেন৷
তাই পরিস্থিতির প্রয়োজনে সকল বাঙালীকে ঐক্যবদ্ধ হয়ে বাঙালীর আত্মমর্যাদা, বাঙালীর অস্তিত্ব রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান রাখছে ‘আমরা বাঙালী’র অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ৷