লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
আয় জল আয় জল
কল কল ছল ছল
ধান ক্ষেত পাট ক্ষেত ভাসিয়ে৷
আয় আয় জল
ফোটা ফুল, ফলা’ ফল
গ্রামে গ্রামে চাষী-মুখ হাসিয়ে৷
আয় জল আয় জল
দিঘি ভরা টলটল
শত শত শতদল ফুটিয়ে৷
আয় জল আয় জল
হেসে খেলে খলখল
তৃষাতুর বনে পড় লুটিয়ে৷
- Log in to post comments