বাগনানে ও উলুবেড়িয়া রেলষ্টেশনে রেল টিকিট বাংলায় লেখার দাবীতে স্মারকপত্র পেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই জুন বাগনান রেলওয়ে ষ্টেশন ও বাসষ্ট্যাণ্ডে ও ২৩শে জুন উলুবেড়িয়া রেলষ্টেশনে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে রেলের টিকিটে বাংলা না থাকার তীব্র প্রতিবাদ জানানো হয়৷ আমরা বাঙালীর পক্ষ থেকে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন বক্তারা দাবী করেন, রেলের টিকিটে স্থানেরও নাম মূল্য  বাংলায় লিখতে হবে৷ এই মর্মে উভয় ষ্টেশন মাষ্টারের নিকট স্মারকপত্রও দেওয়া হয়৷ পথসভা বক্তাদের রাখেন অর্নব কুণ্ডু চৌধুরী, গোপা শীল, কৌস্তভ সাহা, উৎপল কুণ্ডু, জয়ন্ত শীল, সুব্রত সাহা প্রমুখ৷ তাঁদের সঙ্গে সহযোগিতা করেন বিজলী মণ্ডল৷  মনিকা ঘুড়ুই, চাঁদমোহন পাল৷ শ্যামসুন্দর দাস, দীপ্তি বিশ্বাস, ভারতী কুণ্ডু-চৌধুরী, অমিয় পাত্র, অমর চ্যাটার্জী প্রমুখ৷