বাংলাকে বঞ্চিত করে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর স্থানান্তরের চক্রান্ত করছে রেল দপ্তর ঃ আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৬শে জুলাই ঃ বাঙালী বিদ্বেষী কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর সরকারী কাজে বাংলা ভাষাকে অনেক আগেই বাতিলের খাতায় ফেলেছে৷ এবার দুক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর কলকাতার গার্ডেন রিচ থেকে তুলে রাঁচীতে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে রেল বোর্ড৷ এই অভিযোগ করেন ‘আমরা বাঙালী’র সমতট বাংলার সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ৷

এই দিন অপরাহ্ণে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেনরিচে ‘আমরা বাঙালী’ ও অন্য কয়েকটি বাঙালী সংঘটন কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষার প্রতি বিদ্বেষ মূলক আচরণ ও রেলের সদর দপ্তর স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে৷ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বক্তা অভিযোগ করে বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা ভাষা ও বাঙালী দুই-ই ব্রাত্য৷ বিভিন্ন বক্তা হুশিয়ারী দিয়ে বলেন দিল্লীর শাসক দলের বাংলার প্রতি এই বিদ্বেষমূলক আচরণের পরিবর্তন না হলে গণ আন্দোলনে নামবে বাঙালী জনগোষ্ঠী৷ গলায় গামছা দিয়ে বাংলার জন্যে কেঁদে মরছে শাসক দলের রাজ্য নেতা আর তলে তলে বাংলা ও বাঙালীকে ধবংস করার চক্রান্ত করছে দিল্লীর শাসক দল৷ সরকারের এই দ্বিচারিতা দেশের সংহতিকে বিপন্ন করবে৷ সংঘটনের পক্ষ থেকে দক্ষিণ পূর্ব রেলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে  দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়৷

সভায় বক্তব্য রাখেন শ্রী জয়ন্ত দাশ, অরূপ মজুমদার, তপোময় বিশ্বাস, গোপাল রায় চউধুরী, বাপী পাল, সৈকত ঘোষ, শৈলেন মোদক, সুনীল চক্রবর্ত্তী প্রমুখ৷ এছাড়া জাতীয়তাবাদী বাঙালী মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সোমা ভট্টাচার্য, ও বাংলার আর্মির পক্ষে আনারূল ইসলাম৷