বাঙলা ভালো নাই

লেখক
সাক্ষীগোপাল দেব

ওপার বাংলা কেমন আছো?

এপার ভালো নাই,

ভায়ে ভায়ে বেশতো ছিলাম

(আজ) ভিন্ন ভিন্ন ঠাঁয়৷

বাংলা মায়ের কোল ছাড়া আজ

থাকি দূরে দূরে

কেন হলাম ছন্নছাড়া---

কেন গো ভবঘুরে৷

নদী, পাহাড় সবই ছিল

ছিল সাগর ঝর্ণা,

শস্য শ্যামলীমায় ভরা

মা ছিল সম্পূর্ণা৷

কোথায় গেল সে সব সুদিন

গোলাভরা ধান,

পুকুরভরা মাছের খেলা

বরজভরা পান৷

হায়রে কারা করল এমন

দেশের সর্বনাশ,

ঘর থাকতেও ঘর হারিয়ে

দেশান্তরে বাস৷

আর কতকাল রইবে ঘুমে

বাংলার সন্তান,

আমরা বাঙালী হোক পরিচয়

নই হিন্দু-মুসলমান৷