বিজন সেতুর অনুষ্ঠান স্থগিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত এক বিজ্ঞপ্তিতে জানান করোনা সংক্রমনের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে এ বছর ৩০শে এপ্রিল বিজনসেতুর অনুষ্ঠানে কোন শোভাযাত্রা ও সমাবেশ হচ্ছে না৷ দেশপ্রিয় পার্ক থেকে বিজনসেতু পর্যন্ত প্রতিবছর যে শোভাযাত্রা আয়োজিত হত তাও এবছর বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে৷ প্রশাসনের অনুমতিক্রমে ওই দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বিজনসেতুতে সপ্তদশ দধীচিদের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন  কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশ্রমের কর্মীবৃন্দ৷ উক্ত অনুষ্ঠানে ৫০ জনের বেশী জমায়েত করা যাবে না৷