৩০ জুলাই ঃ গত ৩০শে জুলাই বীরভূমের লোকপাড়া মহাবিদ্যালয়ে ১৫০ জন ছাত্র-ছাত্রা, অধ্যাপক ও অন্যান্য যুবক-যুবতীরা এই যোগাসন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন৷ উক্ত যোগাসন প্রশিক্ষণ শিবিরে মানসিক চাপ,শারীরিক সমৃদ্ধি ও শিক্ষার বিকাশের ওপর বিশেষ বক্তব্য রাখেন আনন্দমার্গ কলকাতার কেন্দ্রীয় দপ্তর থেকে আগতবিশিষ্ট সন্ন্যাসী আচার্য বিকাশানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট মার্গী মাননীয় নিতাই মণ্ডল মহাশয়৷ আচার্য বিকাশানন্দ অবধূত দাদা বিভিন্ন রোগের নিবারণের জন্য যোগের প্রয়োজনীয়তার বিভিন্ন প্রকারের যোগাসনের যুগোপযোগী পদ্ধতি শেখান৷ উনি আরও বলেন---‘‘আনন্দমার্গের এই প্রশিক্ষণ শুধুমাত্র ভারতবর্ষেই নয় সারাবিশ্বে, জাতিধর্ম নির্বিশেষে যোগাসনের প্রশিক্ষণ দিয়ে চলেছি৷ বিজ্ঞানসম্মত এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁরা এর ভূয়সী প্রশংসা করেন ও তারা বলেন--- ‘‘পরবর্তীকালে আনন্দমার্গের এই প্রশিক্ষণ শিবির যেন অব্যাহত থাকে৷ কারণ মানবকল্যাণের একমাত্র পথ হ’ল আনন্দমার্গের যোগ প্রশিক্ষণ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়