এক ঘণ্টার পথ পেরোতে লাগবে মাত্র এক মিনিট৷ এটির নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ৷ আগামী জুন মাসের মধ্যেই যাতায়াত করার জন্য তৈরি হয়ে যাবে সেতুটি৷ যে রাস্তা অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগত, ৩.২ কিমি দীর্ঘ এই সেতুর ব্যবহার করে তা এক মিনিটে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা৷ সেতুটি তৈরি হয়েছে গুইঝৌ প্রদেশে৷ ২১ কোটি ৬০ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২২০০ কোটি টাকা) ব্যয়ে নির্মিত এই সেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি লম্বা৷ তিনটি আইফেল টাওয়ারের সম্মিলিত ওজনের সমান এই সেতুটি৷ মাত্র দু’মাসের মধ্যে সেতুর ইস্পাত কাঠামোগুলি বসানো হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷ এক সুবিশাল গিরিখাতের উপর নির্মিত সেই সেতুটির একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে৷ কলিন রাগ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে৷ ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি৷ ইতিমধ্যেই সেই ভিডিয়োটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে৷ হাজার হাজার লাইক, কমেন্ট পড়েছে এই ভিডিয়োয়৷
চিনের এক রাজনীতিবিদ ঝাং শেংলিন সংবাদমাধ্যমে বলেন, ইঞ্জিনিয়ারিংয়ে চিন কতটা দক্ষ, তা এই প্রকল্পটি প্রমাণ করেছে৷ গুইঝোকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যপূরণে সফল হবে এই সেতুটি৷