সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
স্পানিশ দলকে ৬-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ৩ দক্ষ মহিলী তীরন্দাজ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও কমলিকা বারি৷ এবারে গুয়াতেমালায় আয়োজিত হয়েছে এ বারের তীরন্দাজী বিশ্বকাপ৷ ছেলেদের দলও কোয়ার্টার ফাইনালে হেরে গেছে৷ স্পানিশ দলের কাতেই হারতে হয়েছে তাঁদেরকে৷ মিক্সডে যদি দীপিকা তাঁর স্বামী অতনু দাস পদকের লড়াইয়ে এখনও রয়েছেন৷ ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গেছেন তাঁরা৷ এঁরা দুজনেই একক বিভাগেও পদকের লড়াইয়ে রয়েছেন৷
ভারতের এ বারের বিশ্বকাপ থেকে বেশ কিছু পদক পাওয়ার আশা রয়েছে, বা সেগুলিকে আশা না বলে নিশ্চিতই বলা যেতে পারে৷ দীপিকা ও অতনু এরাই ভারতের সামনে সাফল্যের দরজা খুলে দেবে এটাই সকলের কাম্য৷