বয়লাশোলে ২৪ ঘণ্টা অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৪ঠা ও ৫ই জুন প্রতি মাসের মত এ মাসেও মেদিনীপুরে ২৪ ঘণ্টা ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ৪ঠা জুন বিকেল ৩টায় শুরু হয়, ৫ই জুন বিকেল ৩টা পর্যন্ত চলে৷, অখণ্ড কীর্ত্তনের পর যথারীতি মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ এরপর বক্তব্য রাখেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত ও আচার্য রমেন্দ্র মাইতি৷ তাঁরা মানব জীবনে যোগ সাধনার গুরুত্ব ও কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে ২০০০ গ্রামবাসীকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷