রাজনৈতিক টানাপোড়নের জন্যে ২০১৩ সালের জানুয়ারি মাসের পর ভারত ও পাকিস্তানে অংশ নেয়নি দ্বিপাক্ষিক সিরিজে৷ সে বার ভারতে ২টি টি-টোয়েন্টি ও ৩টে ওয়ানডে খেলেছিল পাকিস্তান৷ দুই দেশ শেষ বার সিরিজে অংশ নিয়েছিল ২০০৭-০৮ সালের মরসুমে৷
দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নিয়ে প্রশ্ণের উত্তরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সদ্য নির্বাচিত চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘‘আগের মতো ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক দেখতে আমি উন্মুখ৷ তবে আমিও বাস্তববাদী মানুষ৷ বুঝি যে ভৌগোলিক ও রাজনৈতিক ইস্যু কাজ করছে এর মধ্যে৷ যদিও আমরা চেষ্টা করতে পারি যাতে ভারত ও পাকিস্তান নিয়মিত একে অন্যের মুখোমুখি হয়৷ আর তা হয় নিজেদের ঘরের মাঠে৷ কবে এর বাইরে আমার মনে হয় না প্রভাবিত করার মতো কোনও আদেশ বা ক্ষমতা আমাদের রয়েছে৷ এটা যে পর্যায়ে হয় তা একেবারেই আমাদের কাজের বাইরে৷ এটা স্পষ্ট ভাবে তিনি জানিয়েছেন যে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট শুরু করার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনভাবেই উদ্যোগী নয়৷