ভাতজাংলা গ্রামে অখণ্ডকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই নভেম্বর ২০২০ মঙ্গলবার নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর শহর সংলগ্ণ ভাতজাংলা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীপ্রশান্ত কুমার দত্ত ও শ্রীমতি সন্ধ্যা দত্তের বাসগৃহে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ জনের অধিক দাদা-দিদি, মার্গী ভাই বোনেদের উপস্থিতিতে সকাল ৯টা৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানবমুক্তির মহানাম ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত  হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, মিঠু মুখার্জী, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷

কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় হয়৷ এরপর মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের বিশিষ্ট সন্ন্যাসী আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷