গত ১লা বৈশাখ ১৪৩২ চুঁচুড়া আনন্দমার্গ স্কুলের শিক্ষক রণজিৎ দাস (বাবাই)-এর নব নির্মিত বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য মতে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে স্থানীয় মার্গী ভাইবোন ও বাবাই স্যারের আত্মীয় পরিজন সকাল থেকেই তাঁর গৃহে সমবেত হন৷
সকাল ৯-৩০ মিনিটে মার্গীয় বিধিতে গৃহ প্রবেশ করেন বাবাই স্যারের মাতা পিতা, আত্মীয় পরিজন ও মার্গী ভাইবোনেরা৷ গৃহপ্রবেশ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর সকাল ১০ থেকে দুপুর ১২-৩০ মি পর্যন্ত প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তন পরিবেশনে অংশগ্রহণ করেন মার্গী ভাই বোনের কীর্ত্তন মিলিত সাধনা ও স্বাধ্যায় এর পর মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠানের প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাবাই সার ও তার মা বাবা৷ এরপর প্রবীন আনন্দমার্গী স্নেহময় দত্ত বাংলা নববর্ষে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচনা থেকে পাঠ করে শোণান৷ কীর্ত্তন ও নববর্ষ বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সমস্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্নেহময় দত্ত, স্কুলের শিক্ষক মানস মণ্ডল প্রমুখ৷