আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষে শ্রী কল্যাণ পাল এক বিবৃতিতে জানান গত ২৪ ও ২৫শে অক্টোবর ধলাই জেলার হালাহালি ও শান্তির বাজারে আমরা বাঙালী বাঙালীকে রাষ্ট্রহীন করার প্রতিবাদে বিক্ষোভ সভা করে৷
২৪শে অক্টোবর অপরাহ্ণে হালাহালি বাজারে প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় সভাপতিত্ব করেন আমরা বাঙালীর প্রবীণ কর্মী শ্রী প্রেমতোষ দেব৷ এখানে বক্তব্য রাখেন আমরা বাঙালী ধলাই জেলা সচিব শ্রী তন্ময় নাথ ও বাঙালী ছাত্র যুব সমাজের প্রচার সচিব শ্রী রঞ্জিত বিশ্বাস৷
গত ২৫শে অক্টোবর শান্তির বাজারে অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয়৷ এখানে সভাপতি ছিলেন আমরা বাঙালীর কর্মী শ্রী হীরালাল দাস৷ বক্তব্য রাখেন ধলাই জেলা সচিব শ্রী তন্ময় নাথ, সালেমা ব্লক সচিব শ্রী স্বদেশ দেব, শ্রী সুভাষ দেবনাথ, শ্রী বিদিত দেবনাথ ও শ্রী রঞ্জিত বিশ্বাস প্রমুখ৷
দুটি সভাতেই প্রচুর জনসমাবেশ হয়৷ বক্তারা সব ভেদাভেদ ভুলে ত্রিপুরাবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান৷ শ্রী রঞ্জিত বিশ্বাস বলেন, এখনও যদি বাঙালী জনগোষ্ঠী সচেতন না হয় তবে বাঙালী জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে৷ সেই ষড়যন্ত্রই করছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করাই বর্তমান বাঙালী বিদ্বেষী ত্রিপুরা রাজ্য সরকারের কাজ৷ ত্রিপুরার বাঙালীকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় আসে৷ কিন্তু ক্ষমতায় বসার পরই এদের আসল রূপ ফুটে ওঠে৷ তাই এর বিরুদ্ধে সমস্ত বাঙালী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে৷ শ্রী রঞ্জিত বিশ্বাসের আহ্বানে উপস্থিত জনসমাবেশ থেকে ব্যাপক সাড়া পাওয়াযায়৷