এসেছে অঘ্রাণ

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

হিমেল হাওয়ায় কাঁপছে পাতা

ঝরছে শিশির কণা---

তাই-না দেখে প্রজাপতির

খুশির উন্মাদনা!

কচি ধানের ঝাড়ে ঝাড়ে

উড়ছে কত টিয়ে,

ঘুম ভাঙানো মন নাচানো

সুরেলা শিস দিয়ে৷

পায়রাগুলো ঘাড় ফুলিয়ে

ডাকছে দুলে দুলে,

চড়াইগুলো খড়ের কুটো

নিচ্ছে তুলে তুলে৷

মিষ্টি রোদে ছুটছে শালিক

রঙিন উছল প্রাণ

সবার মনেই পুলক জাগে

এসেছে অঘ্রাণ!