হাওড়া ও হুগলীতে আনন্দমার্গ ও প্রাউট বিষয়ক তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ২৭শে জুলাই, শনিবার হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে দক্ষিণ চাঁদচকস্থিত আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের আধ্যাত্মিক জীবনচর্যা ও প্রাউট সম্পর্কে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীজ্যোতিবিকাশ সিন্হা ও শ্রী মহাব্রত দে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন হাওড়ার ভুক্তিপ্রধান শ্রীযুক্ত সুব্রত সাহা মহাশয়৷ শ্রীযুক্ত মহানন্দ সামন্ত মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷ এই তত্ত্বসভায় স্থানীয় মার্গীভাইবোনেরা ও এলাকার মানুষজন যোগদান করেন৷ বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তারা জানান ও আয়োজকগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন৷