হাওড়ায় পদার্পণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার রামরাজাতলা শঙ্কর মঠে ১৯৮১ সালের ১৫ই মার্চ মার্গগুরু দেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী চরণ চিহ্ণ দিয়ে পবিত্র করেছিলেন হাওড়ার মাটিকে৷ প্রতিবছর এই দিন হাওড়া রামরাজা তলায় সেই পবিত্র দিন স্মরণে পদার্পণ দিবস অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে রামরাজাতলা ইয়ূনিটে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর মার্গগুরু দেবের সেই পবিত্র দিনের প্রবচন ‘প্রকৃত গুরু কে’ পাঠ করে শোণান ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ মার্গগুরুদেব সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন মার্গের বরিষ্ঠ সন্ন্যাসী দাদা আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ এছাড়াও ওইদিনে বাবার পদার্পণের বিষয় আলোচনা করেন তপন ভৌমিক, অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য কৃষ্ণপ্রসুনানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, ব্রহ্মচারিনী রঞ্জিতা আচার্যা প্রমুখ৷ স্থানীয় ইয়ূনিটের ও জেলার মার্গী ভাইবোনেরা উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন সুপ্রিয়া ভৌমিক, সুভ্রা ভৌমিক, গুণাতীতা দত্ত প্রমুখ৷ এছাড়া অনুষ্ঠানে সর্বক্ষণ উপস্থিত ছিলেন ইয়ূনিট সেক্রেটারী তপন ভৌমিক৷ সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে৷ পরিশেষে প্রভাত সঙ্গীত অবলম্বনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এছাড়া কৌশিকি ও তাণ্ডব নৃত্যেক প্রদর্শনও হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সূচারুরূপে পরিচালনা করেন অমিয় পাত্র৷