হবিবপুর আনন্দমার্গ স্কুলে বার্ষিক ‘ক্রীড়াপ্রতিযোগিতা’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ঠা ফেব্রুয়ারী,২৪ রবিবার বেলা ১০টায় মহা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে স্থানীয় উচ্চবিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে হবিবপুর আনন্দমার্গ স্কুলের বার্ষিক শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে অনুষ্ঠানের সূচনা করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত ও সময়োচিত বক্তব্য রাখেন--- প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার দেব৷ ১৩২ জন প্রতিযোগীকে ১৪টি দলে ভাগ করে ৩২টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সৌম্য সুন্দরানন্দ অবধূত , প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার দেব, কৃষ্ণনগর ডিট এস এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-- ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, নদীয়া ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, আনন্দমার্গ---কৃষ্ণনগর ইউনিট সেক্রেটারী শ্রীআনন্দ বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য অতিথিবর্গ৷ অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আনন্দমার্গ প্রচারক সংঘ নদীয়া জেলা শাখার শিক্ষাসচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস৷