কোচবিহার ২১শে জুন : গত ২১শে জুন শুক্রবার আমরা বাঙালী কোচবিহার জেলার পক্ষ থেকে কোচবিহার শহরে এক বিরাট প্রতিবাদ মিছিল বের হয়৷ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমন করে দাস ব্রাদার্স মোড়ে পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় আমরা বাঙালী দলের বিভিন্ন বক্তারা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে জোর করে স্কুল-কলেজে হিন্দি চাপাবার তীব্র নিন্দা করেন৷ এই সাথে সকল বাঙালী জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্যে অনুরোধ জানাচ্ছি৷ কারণ হিন্দি সাম্রাজ্যবাদীদের মূল লক্ষ্য বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও বাঙালী জাতি সত্তাকে ধবংস করা৷ তাই সমস্ত বাঙালী ছাত্র-যুবক-তরুণ সমাজ এগিয়ে আসার জন্যে ও হিন্দি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হোন৷ বক্তাদের মধ্যে ছিলেন কোচবিহার জেলা সচিব প্রসন্ন রায়, প্রাক্তন জেলা সচিব সন্তোষ মোদক, কেন্দ্রীয় উত্তরবঙ্গ উন্নয়ন সচিব দলেন্দ্র নাথ রায়, যুবনেতা বাবলা দেব ও হরিদাস মোদক, স্বদেশ রায়, সুশান্ত রায় প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়