জীবন তরী

লেখক
সুকুমার রায়

শুনি যারা বায় জীবনতরী

তোমার নামের ছন্দ ধরী৷

এগিয়ে গেছে, অনেক দূরে

সত্যপথের সেবা করে৷

ঝড়-বাদলে তুফানভারী

মন মানে না অভয় জারী৷

ছেড়ে মায়ার অনিত্যকারা

প্রেমের পাগল সেই যে তারা

                                    প্রভাতে আজি আলোর জুয়ার

                                    খুলেছে মনের আনন্দ দুয়ার৷

                                    ভাবলোকে এসেছে পরশমণি

                                    দিকদিগন্তে উঠেছে নৃত্যধবনী৷

                                    তোমার করুণায় হল ক্লান্তিহারা

                                    মধুধারায় সিক্ত হৃদয় সারা৷

                                    লহরী উঠেছে তোমায় স্মরি

                                    প্রভাত গীতির রসে ছন্দে ভরি৷

কত জনমের পর জনম এলো

অজানা অতীতে রেখে মন্দ ভালো৷

অনন্তকালের রাজাধিরাজ তুমি

নিত্যকালের সাথী অন্তরযামী৷

কোন পুণ্যবলে পাঠালে মোরে

অতিথিবেশে এবার মানবের ঘরে

জানিনা তোমার অনন্তলীলা ভূবনে

অন্তরমম প্রীতিতে ভরা তোমার সনে৷

                                    তুমি ছিলে কোন সুদূর ভুবণে

                                    দয়াল ঠিকানা তোমার জানিনে৷

                                    প্রভাতের তারায় এলে ধরায়

                                    উদ্ধারীতে জীবে অমৃতধারায়৷

                                    অতীত আঁধারের কত মর্মবেদনা

                                    ভুলে গেছে সে অতুষ্ট ভাবনা৷

                                    পেয়ে আজ সত্যের জীবনধারা

                                    আনন্দ স্রোতে বিভোর এ বসুন্ধরা৷