জি.টি.এ. বাতিলের  দাবীতে পুরুলিয়ার ‘আমরা বাঙালী’র বিক্ষোভ মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৮ই জুলাই  ঃ গত ১৮ই জুলাই গোর্র্খল্যাণ্ড টেরিটোরিয়াল এডমিনিষ্ট্রেশন বাতিলের দাবীতে ‘আমরা বাঙালী’ পুরুলিয়া জেলা কমিটি পুরুলিয়া জেলা শাসকের মাধ্যমে ভারতের  রাষ্ট্রপতির

কাছে  একটি স্মারক পত্র  তুলে দেন৷ পুরুলিয়া জেলা কমিটির কার্যালয়-‘জাগ্রত রাঢ় ভবন’ থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায়৷  মিছিলের নেতৃত্ব দেন জেলা সচিব শ্রী লক্ষ্মীকান্ত মাহাত, প্রফুল্ল মাহাত প্রমুখ নেতৃবিন্দ৷ শ্রী লক্ষ্মীকান্ত মাহাতর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল জেলাশাসকের কাছে স্মারকপত্র পেশ করেন৷  এরপর জেলাশাসকের দপ্তরের সামনে একটি সভা করেন৷  সভায় বক্তব্য রাখেন কোটশিলা ব্লক সচিব শক্তি গঁরাই, বাঘমুণ্ডি ব্লক সচিব বিদ্যুৎ কুমার, জেলা কমিটির সদস্য রতন মাহাত প্রমুখ নেতৃবৃন্দ৷ বক্তারা কেন্দ্রের শাসক দল বাংলার প্রতি যে অবিচার, অবহেলা ও বঞ্চনা করছে,  তার বহু নজীর তুলে ধরে কেন্দ্রীয় সরকার কে হুঁশিয়ারী দিয়ে বলেন--- বাংলার প্রতি কেন্দ্রের বিদ্বেষমূলক আচরণ বাঙালী বেশীদিন সহ্য করবে না৷ সবশেষে বক্তব্য রাখেন জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত৷