সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে সর্বাপেক্ষা চর্চিত বিষয়টি হচ্ছে ‘জয় শ্রীরাম’৷ বেশ কিছুদিন আগে একাধিকবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বঙ্গের রাজনীতিতে বিতর্ক আরো দানা বেঁধেছে৷ এখানেই শেষ নয়, এরই জেরে নব নির্র্বচিত সাংসদরা শপথ গ্রহণের সময় সংসদের মধ্যেও স্লোগানের জোয়ার এনেছেন৷
বিষয়টি যদি এই জায়গায় থেমে থাকতো তাহলে কাগজ কলম নিয়ে দু কলম লেখার চেষ্টা করতাম না৷ আমি, আপনি , আমরা সবাই ইতিমধ্যেই অবগত হয়েছি যে সারা ভারতবর্ষের শহর, গ্রাম নির্বিশেষে একদল নীতিহীন, আদর্শহীন মানুষ, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে দীক্ষিত হয়ে কীভাবে সাধারণ , নিরপরাধ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে৷ ‘জয় শ্রী রাম’ না বলার কারণে হোক বা কাউকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলাতে চেয়ে মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিচ্ছে৷
একুশ শতকের পৃথিবীতে এই ঘটনা আজও কেন ঘটে? ভারতবর্ষের মতো দেশে যেখানে ‘সর্বধর্মমতসমন্ব্’ ও ‘পরমত সহিষ্ণুতার’ আদর্শে আবহমান কাল ধরে চলে আসছে সেই দেশের মাটিতে কিনা কাউকে মেরে ফেলা হবে ‘জয় শ্রীরাম’ না বলার অপরাধে৷ আমরা কোথায় বাস করছি ! এই ভারতবর্ষ আমরা চাই না৷ আমাদের সভ্যতা সংস্কৃতির পরিণাম কি আসলে এই!
এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে আর প্রশাসনও নির্বিকার রয়েছে৷ কীভাবে এই সংকীর্ণমনা গোঁড়া মানুষদের শাস্তি বা বিচার হবে জানি না৷
আমরা তো সাধারণ মানুষ৷ আমাদের ঢাল নেই, তরোয়াল নেই৷ আমরা শুধু খবরের কাগজে, টি.ভির টকশোতে খবর গিলে গিলে খাবো৷ আর পায়চারী করতে করতে নিজেকে প্রশ্ণ করবো --- কী হচ্ছে এসব৷’’
অথচ আমার আপনার মতো সাধারণ মানুষের ভোটেই এদের --- নেতা -নেত্রীদের আমরা সিংহাসনে বসিয়েছি৷ এরাই হলো আসল অপরাধী৷ এরাই আগুনে ঘি ঢালার কাজটা করে৷ নিজের নিজের দলের অন্ধ অনুগামীদের আগুন নিয়ে খেলতে উৎসাহিত করে৷ দলের কর্মীদের লেলিয়ে দেয় সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে৷