কামাক্ষাগুড়ি আনন্দমার্গ স্কুলে পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পরিবেশ সুরক্ষায় আনন্দমার্গ বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করে থাকে৷ গত ১৮ই জুলাই কামাক্ষাগুড়ি আনন্দমার্গ স্কুলে এমনই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মানুষের সীমাহীন লোভ ও লালসায় অকারণে গাছপালা, পশুপক্ষী, কীটপতঙ্গ নিধন হচ্ছে৷ ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে৷ পৃথিবী মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে৷ তাই এ বিষয়ে মানুষকে সচেতন করতে কামাক্ষাগুড়ি আনন্দমার্গ স্কুলে পরিবেশ সুরক্ষার বিষয়ে একটি আলোচনায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যষ্টি অংশগ্রহণ করেন৷ পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুপক্ষী, কীটপতঙ্গ, তরুলতার সকলেরই অস্তিত্বের প্রয়োজন আছে৷  তাই প্রাউট প্রবক্তা তাঁর একটি প্রভাত সঙ্গীতে লিখেছেন---‘মানুষ যেন মানুষের তরে সবকিছু করে যায়, একথাও যেন মনে রাখে, পশুপাখী তার পর নয়, তরুও বাঁচিতে চায়’৷ পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করতে আলোনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য ভবরঞ্জন ব্রহ্মচারী৷