বিপক্ষ দলের আগ্রাসী ফুটবলকে পাল্টা জবাব দিয়ে কোনঠাসা করার পরিকল্পনা মাথায় ঘুরছে মোহন বাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের৷
তিনি এটা ভালমতোই বুঝতে পেরেছেন বা জানেন, ওড়িশা এফসি স্টুয়ার্ট ব্যাক্সটারের তুরুপের তাস দুই ব্রাজিলীয় স্ট্রাইকার যাঁরা যে কোনও মূহূর্তে বিপক্ষ রক্ষণে সামান্য সুযোগ পেলেই তা কাজে লাগিয়ে গোল করা তাদের কাছে কোন ব্যাপার নয়৷ এছাড়া আরও একজন রয়েছে তাদের মোক্ষম প্লেয়ার স্টিভন টেলর৷ যাঁর আবার রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের সঙ্গে ওয়েলিংটন ফিনিক্সের জার্সি গায়ে ‘এ’ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে৷
ফলে ওড়িশা এফসি কোচ যেমন জানেন, হাবাস প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলতে পছন্দ করেন, তেমনই রয় কৃষ্ণ-ডেভিড উইলিয়মস যুগলবন্দি সম্পর্কেও তথ্য পাবেন টেলরের কাছ থেকে৷ তাঁকে দিয়েই কলকাতার দলটির এই দুই ফরোয়ার্ডকে নিষ্প্রভ করার ঘঁুটি সাজাতে পারেন ব্যাক্সটার৷ এই অনুমান করেই হয়তো,বৃহস্পতিবারের ম্যাচে হাবাস রণনীতি কিছুটা পাল্টানোর পরিকল্পনা করছেন৷ ভাবছেন আক্রমণ দিয়ে বিপক্ষের আক্রমণকে ভোঁতা করার নকশা সাজাবেন৷
হাবাসের সেই রণনীতি অনুযায়ী, ওড়িশার বিরুদ্ধে কিছু সময় খেলিয়ে দেখে নিয়েছেন৷ আর ডেভিড উইলিয়ামসের বদলে কৃষ্ণের সঙ্গে শুরু করতে পারেন বড় ম্যাচে দর্শনীয় গোল করা মনবীর সিংহ৷ সে ক্ষেত্রে বিপক্ষ চাপে পড়বে রয়-মনবীর-জাভি হার্র্নন্দেস-ইনম্যান চতুর্ভুজকে রুখতে গিয়ে৷ ডার্বির জয়ের পরে এখন আট দিনে তিনটি ম্যাচ খেলতে হবে এটিকে-মোহনবাগানকে৷