সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ই নভেম্বর ২০২০ রবিবার নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর ‘জাগৃতি ভবনে’ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ জনের অধিক দাদা-দিদি, ও মার্গী ভাই বোনের উপস্থিতিতে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, মিঠু মুখার্জী, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷
কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় হয়৷ কীর্তানুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের বিশিষ্ট সন্ন্যাসী আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷