কৃষ্ণনগরে ডায়োসিস লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর ঃ ২৩শে জুন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত ও ডায়োসিস সচিব (এল) অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যার উদ্যোগে নদীয়া জেলার ভুক্তিপ্রধান শ্রীনিল চন্দ্র বিশ্বাস সহ ভুক্তি কমিটির সদস্য ও আনন্দমার্গীদের অকুণ্ঠ সহযোগিতায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  কৃষ্ণনগর ডায়োসিস লেবেল সেমিনারটি ২১, ২২ ও ২৩ জুন তিনদিন ব্যাপী সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়৷ ৫০-৬০ জন প্রতিনিধি তিনদিনের সেমিনারে সর্বক্ষণ উপস্থিত থেকে ক্লাসে অংশগ্রহণ করেন৷ প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আচার্য প্রসূণানন্দ অবধূত এছাড়া ছিলেন প্রশিক্ষক অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷

২১শে জুন সকাল ৯টা---১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম’ অখণ্ড সংকীর্ত্তন দিয়ে সেমিনারের সূচনা হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা ও ব্রহ্মচারিণী অনন্যা আচার্যা৷ মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়৷

এই দিন অপরাহ্ণে প্রধান  প্রশিক্ষক আচার্য প্রসূনানন্দ অবধূত দাদা ‘যোগ দিবস’ উপলক্ষ্যে যোগের ওপর একটি মূল্যবান ক্লাস নেন৷

তিন দিন ধরে এই সেমিনারের নির্দিষ্ট বিষয়গুলির ওপর ক্লাস হয়৷ আচার্য প্রসূণানন্দ অবধূত ‘আনন্দ প্রাপ্তির পথ’ বিষয়ে ক্লাস নিতে গিয়ে বলেন---আধ্যাত্মিকতার পথ ক্ষুরের মত তীক্ষ্ন, সত্যই দুর্গম৷ বিজ্ঞ ব্যষ্টিরা এই রকমই বলে থাকেন৷ মানুষকে অগ্রসর হতেই হবে, কিন্তু এই পর্যায়ে সে এক পদক্ষেপ অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না তার উচ্চকোটির বিবেকবুদ্ধি বিকশিত হচ্ছে৷ এর জন্যে তাকে একমাত্র পরমপুরুষের কৃপার ওপর নির্ভর করতে হবে৷

অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা ‘ষড়দোষাঃ পুরুষেণেহ হন্তবাঃ’ বিষয়ে ক্লাস নিতে গিয়ে বলেন, দার্শনিক বিচারে দোষ আর গুণ দুটোই বিভিন্ন প্রকারের বন্ধন৷ ‘গুণ’ শব্দের মানেই হ’ল বন্ধনরজ্জু অর্থাৎ যে বিশেষভাবের দ্বারা কোন ব্যষ্টিকে বা কোন সত্তাকে বাঁধা যায় সেটাই হ’ল তার গুণ৷ সে বিচারে দোষটা হ’ল ঋণাত্মক গুণ, নেগেটিব গুণ৷ মানুষের জীবনে পজেটিব গুণেরই কেবল প্রয়োজন৷ তেমনি ঋণাত্মক গুণের থেকে দূরে সরে থাকতে হয়৷

দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে উপস্থিত সদস্য সদস্যাদের নিয়ে একটি বর্ণাঢ্য কীর্ত্তন পরিক্রমা কৃষ্ণনগর শহরের জনবহুল পথ পরিক্রমা করে স্থানীয় চ্যালেঞ্জের মোড়ে পথসভায় সামাজিক-অর্থনৈতিক-আধ্যাত্মিক ছাড়াও আনন্দমার্গের বহুধা পল্লবিত কর্মযজ্ঞের বিষয়ের ওপরে মনোজ্ঞ বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রীনিতাই মণ্ডল, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা ও বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷

আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ দীপাঞ্জনা আচার্যা, অবধূতিকা আনন্দ তপারতি আচার্যা, ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যা, অবধূতিকা আনন্দ মনোজিতা আচার্যা, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, অবধূতিকা আনন্দ পূর্ণজ্যোতি আচার্যা, আচার্য সুপ্রভানন্দ অবধূত, ডাঃ বৃন্দাবন বিশ্বাস, গোরাচাঁদ দত্ত, আনন্দ মণ্ডল, গৌরাঙ্গ মল্লিক প্রমুখ সেমিনারের বিভিন্ন দায়িত্বে থেকে সেমিনারটিকে সাফল্যমণ্ডিত করেছেন৷