মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে পরমারাধ্য াার মেমোরিয়ালে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের পর শ্রী অসীম খাওয়ার নবজাতক পুত্রের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান মার্গীয় বিধিতে সম্পন্ন হয়৷

তিনঘন্টাব্যাপী কীর্ত্তনের পর সাধনা শেষে স্বাধ্যায় পাঠ করেন আচার্য যোগক্ষমানন্দ অবধূত৷ এরপর কীর্ত্তন মহিমা ও আনন্দমার্গের সমাজ শাস্ত্রের উপর  বক্তব্য রাখেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ এরপর শিশুপুত্রের নামকরণ অনুষ্ঠান হয়৷ আচার্য মোহনানন্দ অবধূত নামকরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন৷ শিশুপুত্রের নাম রাখা হয় তেজ খাওয়ার৷ পরিশেষে শিশুর মুখে অন্ন তুলে দেন মোহনান্দ অবধূত , শিশুর পিতা-মাতা ও আত্মীয়-স্বজন৷