সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৯ই জুন মেদিনীপুর সদর ব্লকের বয়লাশোল মানবাধিতে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী রাজীব প্রতিহারের নবনির্মিত গৃহে মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ এই উপলক্ষ্যে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন ও যথারীতি আনন্দমার্গের চর্যাযর্চ বিধি অনুসারে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ এরপর আনন্দমার্গের আদর্শেরওপর বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷