সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
তিলজলা আশ্রমে গত ২৯শে নভেম্বর বিশিষ্ট আনন্দমার্গী ও মার্গের একনিষ্ঠ কর্মী কৌশিক খাটুয়ার মাতৃদেবীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে৷ প্রসঙ্গত গত ২৩শে নভেম্বর শ্রী খাটুয়ার মাতৃদেবী প্রয়াত হন৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷