নদীয়া জেলার মদনপুরে বিশিষ্ট আনন্দমার্গী প্রীতিভূষণ সরকার গত ১৬ই নভেম্বর সোমবার, বেলা ১২টা ৫৫মিনিটে প্রয়াত হন৷ তাঁর একপুত্র ও দুই কন্যা বর্তমান আছে৷
গত ২৪শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আত্মীয় পরিজন, প্রতিবেশী, আনন্দমার্গ সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি ভাবগম্ভীর পরিবেশে আনন্দমার্গের বিধি অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ শুরুতে প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশন করেন কৌশিক সরকার ও অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷ মিলিত সাধনা গুরুপূজার পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানের পরিচালনা করেন ও শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ সকলের অত্যন্ত কাছের মানুষ আপনজন প্রীতিভূষণদার স্মৃতিচারণ করেন বিশিষ্ট আনন্দমার্গী নিখিলচন্দ্র দাস প্রমুখ বিশিষ্ট ব্যষ্টিবর্গ৷