বিভিন্ন স্বল্প সঞ্চয়ে প্রকল্পে সুদ অনেকটাই কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ চলতি অর্থবর্ষে শেষ দিনে সুদের হার ছাঁটাইয়ের কথা জানালো আচ্ছা দিনের সরকার৷ প্রবীণ নাগরিকদের জন্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে৷ এই সব প্রকল্পের সঙ্গে যুক্ত মধ্যবিত্ত মানুষ৷ তাই সুদ ছাঁটাই-এর কোপটা তাদেরই ঘাড়ে পড়ছে৷
স্বল্প সঞ্চয় সুদের পরিবর্তিত হার
প্রকল্প আগের সুদ বর্তমান সুদ
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ৭.৪ ৬.৫
কিষাণ বিকাশপত্র ৬.৯ ৬.২
সেভিংস অ্যাকাউন্ট ৪.০ ৩.৫
১-৫ বছরের মেয়াদ ৫.৫-৬.৭ ৪.৪-৫.৮
পাবলিক প্রভিডেন্ট ফাণ্ড ৭.১ ৬.৪
সুকন্যা সমৃদ্ধি ৭.৬ ৬.৯
বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে৷ রান্নার গ্যাস ৮০০ টাকা পার হয়েছে৷ করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মধ্যবিত্ত পরিবারগুলো৷ এই অবস্থায় স্বল্প সঞ্চয়ের প্রতিটি প্রকল্পে এভাবে সুদ কমানোয় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় ৷
প্রবীন প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ বলেন এই সরকার পুঁজিপতিদের স্বার্থরক্ষায় ব্যস্ত৷ গরীব মধ্যবিত্তের কথা ভাবার সময় কোথায়৷ তবে সরকারের এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই৷ পুঁজিবাদ নির্ভর অর্থনৈতিক পরিকাঠামোয় এটাই স্বাভাবিক৷ রাজনৈতিক দলগুলো টিকে আছে পুঁজিপতিদের অনুদানে৷
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোন রাস্তা বর্তমান শাসক বিরোধী কোন দলেরই জানা নেই৷ জানলেও বেরিয়ে আসার উপায় নেই৷ কারণ এদের সবারই টিকি বাঁধা আছে পুঁজিপতিদের কাছে৷
তিনি বলেন একমাত্র প্রাউটের বিকেন্দ্রিত পথে স্থানীয় মানুষের মাধ্যমে কৃষিশিল্পের সমন্বয়ে ব্লকভিত্তিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি মানুষের হাতে ক্রয়ক্ষমতা তুলে দিতে হবে৷ তারজন্যে বর্তমান অর্থনৈতিক কাঠামোর খোল-নলচে পাল্টাতে হবে৷ শ্রী প্রভাত খাঁর কথায় অর্থনীতিবিদ, ও সাধারণ মানুষ যত দ্রুত প্রাউট জানবে, বুঝবে ও তার বাস্তবায়নের জন্যে ঝাঁপিয়ে পড়বে তখনই মানুষের সার্বিক কল্যাণ সম্ভব৷
কিন্তু মানুষের এখনও সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয়ে চেতনাও কম, তাছাড়া অন্ন চিন্তা করতেই তার দিন শেষ হয়ে যায়৷ তাই অন্য বিষয়ে চিন্তার আর সময় নেই৷ শোষকের এও এক কৌশল মানুষকে অচেতন করে রাখা৷
স্বল্প সঞ্চয় সুদের পরিবর্তিত হার
প্রকল্প আগের সুদ বর্তমান সুদ
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ৭.৪ ৬.৫
কিষাণ বিকাশপত্র ৬.৯ ৬.২
সেভিংস অ্যাকাউন্ট ৪.০ ৩.৫
১-৫ বছরের মেয়াদ ৫.৫-৬.৭ ৪.৪-৫.৮
পাবলিক প্রভিডেন্ট ফাণ্ড ৭.১ ৬.৪
সুকন্যা সমৃদ্ধি ৭.৬ ৬.৯
মাসিক আয় প্রকল্প ৬.৬ ৫.৭
রেকারিক ডিপোজিট ৫.৮ ৫.৩