মেদিনীপুরে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ১ম বর্ষ প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা৷ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সকাল দশটায় শুরু হয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন পর্ব৷ মহান দার্শনিক ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার এর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীণ রাওয়া সদস্য শ্রী অসিত কুমার দত্ত৷ মঞ্চে উপবিষ্ট সকলেই পুষ্পার্ঘ্য অর্পণের পর অতিথি ও বিচারকগণ কে বরণ করে নেওয়া হয়৷ উদ্বোধনী প্রভাত সঙ্গীত ’সবারে করি আহ্বান’ পরিবেশন করেন দ্বৈত ভাবে ব্রজগোপাল সাহু ও প্রজ্ঞা পারমিতা পাত্র৷ প্রভাত সঙ্গীত বিষয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক বিশ্বদেব মুখোপাধ্যায়৷ ৫৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে সেরা দশ হিসেবে বিবেচিত হয় - আয়ূষী রক্ষিত,কৌশিকী সরকার,কৌশানী সাহা, বিনীতা মাইতি, বিশাখা অধিকারী, মামনি পাখিরা, শারণ্য সেন, শ্রীময়ী সরকার,সৌম্যদীপ আদক ও সৌম্য বেরা৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে ধৃতি পাল পরিবেশন করে ’মানুষ যেন মানুষের তরে’ এই প্রভাত সঙ্গীত টি৷ বিচারক হিসেবে উপস্থিত শ্রী অজিত মণ্ডল ও আনন্দ তপশীলা আচার্যা প্রতিযোগিতা ও প্রভাত সঙ্গীত বিষয়ে মূল্যবান কিছু কথা বলেন৷ সেরা দশ সহ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন অজিত মণ্ডল, পার্থসারথি পাল,আনন্দ তপশীলা আচার্যা, অসিত দত্ত, রঞ্জিত কুমার ঘোষ, শুভাশীষ সাহু, আশিস মণ্ডল, দিলীপ পাল ও কল্পনা গিরি৷ এছাড়া প্রতিযোগিতাটি সুন্দর ভাবে সম্পন্ন করতে মমতা পাল, মনিকা দে, চয়নিকা সাহু, সোমা পাত্র, অসীম সাধু, দোলা মহাপাত্র, শিউলি দাস, মৌমিতা বাঁকুড়া, মনোরঞ্জন মণ্ডল ও সুব্রত মাইতির অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য৷