মণিপুরের আকাশে ভিনগ্রহী যান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়


 মণিপুরের ইম্ফলের আকাশে ‘ভিনগ্রহী যান’ বা ইউএফও খুঁজে বার করতে তৎপর ভারতীয় বায়ুসেনা৷ ইতিমধ্যেই সেই অজ্ঞাত পরিচয় উড়ন্ত চাকতি খুঁজে বার করতে বায়ুসেনার তরফে দুটি রাফাল বিমান পাঠানো হয়েছিল৷ গত রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের ওপর ওই চাকতি উড়তে দেখা যায়৷ যার ফলে প্রাথমিকভাবে ওই উড়ন্ত বস্তুটিকে ড্রোন বলে মনে করা হয়েছিল৷ কিন্তু ড্রোন সাধারণত অত উঁচুতে উড়তে সক্ষম নয়৷ এর পরেই ইউ.এফ.ও নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি করা হয়েছে৷ অজ্ঞাত পরিচয় ইউ.এফ.ও-টিকে ‘ভিনগ্রহীদের যান’ বলেও মনে করেছেন কেউ কেউ৷ এ বার সেই ‘যান’ কেই খুঁজে বার করতে তৎপর বায়ুসেনা৷
প্রতিরক্ষা দফতরের একটি সূত্র সংবাদ সংস্থা এ.এন.আই বলেছে, ‘‘ইম্ফল বিমানবন্দরের কাছে ইউ.এফ.ও সম্পর্কে তথ্য পাওয়ার পরে পরেই, কাছের একটি বিমানঘাঁটি থেকে রাফাল যুদ্ধবিমানকে অনুসন্ধান অভিযানের জন্য পাঠানো হয়৷ উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়৷ কিন্তু কিছুই খুঁজে পায়নি৷