সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
এক টানা ১২ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন প্রণব বাবু৷ শুধু ফুটবল নয় হকি দলেও খেলতেন তিনি৷ কিন্তু সেই কিংবদন্তি মানুষটি প্রয়াণে মোহনবাগানের সকল ক্রীড়াবিদদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর৷ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি৷ তবে কোভিডের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা এখন স্পষ্ট হয়নি৷
প্রণব বাবু একবছর মোহনবাগান দলের হয়ে অধিনায়কত্বও করেছিলেন৷ বর্তমানে তিনি পার্কসার্কাসের বাসিন্দা ছিলেন৷ ১৯৬৯ সালে আইএফএ শিল্ড ফাইনালে ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জেতে মোহনবাগান৷ সেই ম্যাচের নায়ক মূলত প্রণববাবুই ছিলেন৷ ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ডিগ্রি করলেও ফুটবল কোচিং করার তেমন আগ্রহ তাঁর মধ্যে ছিল না৷ শ্রদ্ধেয় কোচ শ্রী অমল দত্তের খুবই প্রিয় ফুটবলার ছিলেন তিনি৷