৩০শে মার্চ, রবিবার, নব নদীয়া জেলার নব রায়নগরের প্রবীণা আনন্দমার্গী শ্রীমতী শিপ্রা সরকার দিদির নিজ গৃহে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত-৬ ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন শ্রীকৌশিক সরকার, শ্রীমতী প্রিয়া সরকার, কৃষ্ণনগর ডায়োসিস সেক্রেটারী আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত৷ শ্রীমতী কাকলি মন্ডল, কৃষ্ণনগর ডিটস এস এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা ও শ্রীসজল রায় এর পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখন্ড সংকীর্তন অনুষ্ঠিত হয়৷ মৃদঙ্গ সঙ্গতে ছিলেন, শ্রীবিবেকজ্যোতি সরকার, শ্রীমান চিরদীপ সরকার প্রমুখ৷ নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু ভক্তজন সকাল থেকেই কীর্তন অঙ্গনে উপস্থিত হয়ে কীর্তনে অংশ গ্রহন করেন৷ অখন্ড কীর্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজার পরে স্বাধ্যায় করেন---নবরায়নগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ মধুমণিষা আচার্যা৷ কীর্তন মহিমার ওপর মূল্যবান আলোকপাত করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ কীর্তনানুষ্ঠান শেষে শতধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন শ্রীমতী শিপ্রা সরকার৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়