১৯ জুলাই, বালেশ্বর ওড়িষা ঃ গত ১৬ই জুলাই থেকে ১৯শে জুলাই চারদিন ব্যাপী ওড়িষার বালেশ্বর শহরে একটি প্রাউট শিবির অনুষ্ঠিত হয়৷ বালেশ্বর সদর থেকে বহু ছাত্র ও যুবসদস্যবৃন্দ এই শিবিরে যোগদান করেন৷ গত ১৬ই জুলাই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে মহান দার্শনিক ও প্রাউট প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাউটিষ্ট ইউনিবার্সেলের গ্লোবাল অর্র্গনাইজিং সেক্রেটারী আচার্য প্রসূনানন্দ অবধূত ও উদ্বোধনী অনুষ্ঠানের পরে উপস্থিত প্রতিনিধিদের সামনে ‘যোগ স্বাস্থ্য ও সার্বিক বিকাশ’ বিষয়ের ওপরে মনোজ্ঞ আলোচনা করেন৷ প্রাউটের ‘বিকেন্দ্রিত অর্থনীতি ও সুসন্তুলিত অর্থনীতি’,‘সদবিপ্রতন্ত্র’ বিষয়গুলির ওপর মূল্যবান আলোচনা করেন প্রাউটিষ্ট ইউনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত৷ বিশিষ্ট প্রাউটিষ্ট ডঃ ভাস্কর জানাও প্রাউট দর্শনের বিভিন্ন দিক নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ প্রশিক্ষণ শিবিরে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ওড়িষার প্রাদেশিক সংঘটক আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত৷ উপস্থিত সকলে এই শিবিরটির ভূয়সী প্রশংসা করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়