ফের সরাসরি দাম কমল পাইকারি বাজারে৷ মার্চ মাসে সর্বনিম্ন হল পাইকারি মূল্য সূচক৷ মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে মার্চ মাসে পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা মূল্যবৃদ্ধির হার ২.০৫ শতাংশে এসে দাঁড়িয়েছে৷ এই হার গত ছ’মাসের মধ্যে সবচেয়ে কম বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে৷ দেশের পাইকারি মূল্যস্ফীতি মার্চ মাসে ২.০৫ এবং ফেব্রুয়ারিতে ২.৩৮ ছিল৷ পাইকারি মূল্য সূচকের (হোলসেল প্রাইস ইনডেক্স বা ডব্লিউপিআই) মুদ্রাস্ফীতির হার নামায় মিলেছে স্বস্তি৷ এর জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা৷ সংশ্লিষ্ট মহলের একাংশ বলছে, পাইকারি বাজারে দাম কমলেও, খুচরো বাজারে এখনও সে ভাবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না৷ বরং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দরে নাজেহাল হচ্ছেন মানুষ৷ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে , ২০২৫ সালের মার্চ মাসে পাইকারি মূল্য সূচক বা ডব্লিউপিআই মুদ্রাস্ফীতি ২.১ শতাংশে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে৷ এই ফেব্রুয়ারিতে ২.৪ শতাংশ ছিল৷ মূলত খাদ্যের দামের হ্রাসের জেরেই মানুষের দৈনন্দিন খরচের বোঝা কিছুটা লাঘব হয়েছে বলে আজ প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে৷ মাসিক ভিত্তিতে সব্জির দাম ৪ শতাংশ কমেছে, যদিও আগের মাসের তুলনায় এই হ্রাসের গতি কিছুটা কম৷ পাইকারি মূল্য কমলেও সমস্ত খাদ্যপণ্য এই ধারা অনুসরণ করেনি৷ মাসিক ভিত্তিতে ভোজ্য তেলের দাম ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ অন্য দিকে, চিনির দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ফলে যে সব খাদ্যে ভোজ্যতেল এবং চিনি প্রধান কাঁচামাল সেই সমস্ত খাদ্যপণ্যের দাম কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে৷ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম হ্রাসের কারণে মার্চ মাসে জ্বালানির হোলসেল প্রাইস ইনডেক্স হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে৷
এ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ধাতুর দাম বেড়েছে৷ সে কারণে এই ক্ষেত্রে বিশ্বব্যাপী বাণিজ্যকে ব্যাহত করেছে এবং খরচ বাড়িয়েছে৷ তেলের দাম কমলেও, ধাতুর দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতিকে কিছুটা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ৷