পরলোকে আদর্শনিষ্ঠ আনন্দমার্গী নরহরি মণ্ডল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সংঘের একনিষ্ঠ সাধক, দীর্ঘদিনের নিষ্ঠাবান কর্মী শ্রীনরহরি মণ্ডল গত ২৬শে অক্টোবর কলকাতার আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ২৬শে অক্টোবর দিনটি ছিল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তনের অন্তিম দিন৷

সদা কর্মচঞ্চল সত্তর পার করা মানুষটি ওই দিনও সকালটা শুরু করেছিলেন আর পাঁচটা দিনের মতই একেবারে সুস্থ-সবল দেহে৷ অসুস্থতার হেতু কোনদিন মার্গের কোনও কাজে অনুপস্থিত থাকেন নি৷ সকলের অত্যন্ত প্রিয় নরহরিদা৷ ২৬শে অক্টোবর সকালটাও তার ব্যতিক্রম ছিল না৷ পাঞ্চজন্য, ধবজবন্দনা, স্নান, সাধনা, আসন সব কিছুই আর পাঁচদিনের মতই করে চলেছিলেন৷ হঠাৎ ছন্দপতন৷ সকালের প্রাতঃরাশ করতে যাবার সময় সামান্য অসুস্থতা বোধ করলেন৷ ভোজন রসিক মানুষটি আর প্রাতঃরাশ করার সুযোগ পাননি৷ সজ্ঞানে সত্যলোকে চলে গেলেন সকলের প্রিয় নরহরিদা৷

হাওড়া জেলার আমতা থানার মুক্তিচক গ্রামে তার বাড়ি৷ তিনি দুই পুত্র ও দুই কন্যার পিতা৷ স্ত্রী ও এক কন্যা আগেই গত হয়েছেন৷ খবর পেয়ে দুই পুত্র পুত্রবধু আশ্রমে চলে আসেন৷ তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়৷ সন্ধ্যায় গ্রামেরই শ্মশানে মার্গের বিধি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷