পরলোকে উর্বশী পণ্ডিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গোড্ডা চিত্রগুপ্ত নগরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি উর্বশী পণ্ডিত গত ২৫শে এপ্রিল বৈকাল ৩টা ৪মিনিটে দেহত্যাগ করেন তাঁর নিজ বাসভবনে৷ তিনি গোড্ডার ভুক্তিপ্রধান শ্রী ভূপাল পণ্ডিতের স্ত্রী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷ তিনি অত্যন্ত ভক্তিমতি ও নিষ্ঠাবান মার্গী ছিলেন৷ বেশ কিছুদিন তিনি বার্দ্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর মৃত্যু সংবাদে মার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷