লেখক
জয়তী দেবনাথ (অষ্টম শ্রেণী)
আজ সকালে রবির আলো
যখন চোখে পড়ল,
হাওয়ার দোলায় প্রজাপতি
পেখম মেলে উড়ল৷
পাখী তখন গুণগুনিয়ে
মিষ্টি সুরে ডাকল,
চারিদিকে কেমন যেন
নতুন সাজে সাজল৷
শুনতে পেলাম বলল তখন
আমার হৃদয় স্পন্দন
হায়রে বোকা! ভুলে গেলি?
আজ যে রাখীবন্ধন৷
আজকের এই আনন্দটার
সীমা তো আর নাইরে,
চারিদিকে রঙের মেলা
আজকে রাখী তাইরে৷
দাদার হাতে আনন্দে আজ
রাখী আমি বাঁধবো
তার কাছে আজ উপহারের
বায়না ধরে কাঁদবো৷
- Log in to post comments