রামের অযোধ্যায় ডুবলো বিজেপি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে বড় সড় ধাক্কা খেল বিজেপি৷ ভাল ফল করলো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি৷ ২০২২শের বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনীতিবিদরা৷ মথুরা অযোধ্যা বারাণসী জেলা পঞ্চায়েতের ভোটে বিজেপি গো-হারা হেরেছে৷ বারাণসী মোদির লোকসভা কেন্দ্র৷ এইখানে জেলা পঞ্চায়েতের আসন সংখ্যা ৪০৷ সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি আসন, বিজেপি পেয়েছে ৮টি আসন৷ অযোধ্যায় জেলা পঞ্চায়েতের আসন-৪০টি,এখানে সমাজবাদী পার্টি ২৪টি ও বিজেপির ভাঁড়ারে ৮টি আসন গেছে৷ মথুরায় বিজেপির কপালে জুটেছে মাত্র তিনটি আসন৷