শ্রীরামপুর ঃ গত ২৮শে জুলাই, রবিবার হুগলী জেলার শ্রীরামপুরের চাতরা মনসাতলাস্থিত আনন্দমার্গ সুকল ভবনে আনন্দমার্গ, প্রাউট ও নব্যমানবতাবাদ বিষয়ক একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ প্রবীণ আনন্দমার্গী শ্রীপ্রভাত খাঁ, আচার্য সুবিকাশানন্দ অবধূত ও শ্রীজ্যোতিবিকাশ সিন্হা উপর্যুক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেন৷ বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকাগণ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় মার্গীগণ এই অনুষ্ঠানে যোগদান করেন৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সর্বশ্রী অমলেশ গুইঁ, অভিরাম বাগ ও শম্ভুনাথ গুঁই মহাশয়৷ উপস্থিত সুধীবৃন্দ এই অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত উৎসাহিত বোধ করেন ও ভবিষ্যতে এইরূপ তত্ত্বসভা আরও আয়োজনের জন্যে অনুরোধ জানান৷ বর্তমানে দেশের হিংসাত্মক পরিবেশ, বিভাজনের দূষণ, মানবিক সংবেদনশীলতার অভাব ও মানব সমাজের নৈতিক অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে এই ধরণের তত্ত্বসভাগুলির সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে উপস্থিত সকলে মত প্রকাশ করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়