যা নিয়ে যায়

লেখক
বিভাংশু মাইতি

নীতি মানে যা নিয়ে যায়

প্রগতির পথে আলোর রথে৷

নীতিহীন নেতা মানেই পথভ্রষ্ট

দিশাহীন সমাজ সীমাহীন কষ্ট৷

ধরায় আজ তাই নীতিনিষ্ঠ নেতা চাই

জীবন যাদের গড়া মানুষের জন্যেই৷

আকাশ থেকে ঝরবে নাতো

আদর্শবান এমন নেতা

কঠোর চর্যায় গড়ে ওঠে

বলিষ্ঠ প্রাণ বিবেক-চেতা৷

আজ মানুষ গড়ার মন্ত্র চাই

চরিত্র গড়ার যন্ত্র চাই

মানুষ চাই মানুষ চাই

নোতুন এক আদর্শ চাই৷