দেশে দেশে আনন্দমার্গ

পুইনান আনন্দমার্গ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ১৭ই মার্চ হুগলী জেলার পোলবা ব্লকের অন্তর্গত পুইনান আনন্দমার্গ প্রাইমারী স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ’ল৷ এই উপলক্ষ্যে স্কুলের ছাত্র-ছাত্রারা স্কুলের অভিভাবকবৃন্দ গ্রামবাসীদের একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল৷ ওই দিন সন্ধ্যায় প্রকৃতি কিছুটা বিমুখ ছিল৷ কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দর্শকবৃন্দ শেষ পর্যন্ত উপস্থিত থেকে শিশুদের পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করেন ও স্কুলের শিশুদের উৎসাহ দান করেন৷ অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছড়া, ইংরাজী রাইমস, রবীন্দ্র সঙ্গীত ও প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে সমর্পিতা মিস্ত্রীর নির্দেশনায় নৃত্য পরিবেশন

অখণ্ড কীর্ত্তন

গত ৪ঠা মার্চ আমতা ব্লকের উদ্যোগে সমরেন্দ্রনাথ ভৌমিকের বাসভবনে তিন ঘণ্টা বাবা নাম কেবলম অখণ্ড মহাসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনের অংশগ্রহণ করেন আনন্দ চিরমধুরা আচার্যা, সুপ্রিয়া ভৌমিক, শুভ্র ভৌমিক ও অনুষ্ঠানের শেসে কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ াবধূত৷ অনুষ্ঠানের শেষে সুস্বাদু নিরামিশ ভোজে সকলকে আপ্যায়িত করা হয়৷

বসন্তোৎসব

গত ২১শে মার্চ হাওড়া জেলার পাঁচলা ব্লকের রাণীহাটি আশ্রমে বসন্ত উৎসব পালিত হয়৷ ও বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বাবা নাম কেবলম কীর্ত্তন পরিক্রমা হয়৷ অনুষ্ঠানের নেতৃত্বের পুরোভাগে ছিলেন সুশান্ত শীল, আচার্য নিত্যসুন্দর ব্রহ্মচারী, মহাব্রত দেব ও সুব্রত সাহা৷

মেডিকেল ক্যাম্প

গত ৩০শে মার্চ হাওড়া জেলার ডোমজুর ব্লকের রুদ্রপুরে একটি মেডিকেল ক্যাম্প হয়৷ উক্ত ক্যাম্পে ডাক্তার হিসেবে ছিলেন ডাঃ চাঁদমোহন পাল, ডা সমীর সামন্ত, ডাঃ বিপ্লব শীল ও ডাঃ গৌতম দাস৷ সারা দিন ব্যাপী প্রায় ২৫০-এর বেশী অসুস্থ রোগীদের চিকিৎসা করে বিনা পয়সায় ওষুধও দেওয়া হয়৷ সহযোগিতায় ছিলেন আনন্দ চিরমধুরা আচার্যা, মহাব্রত দেব, অমিয় পাত্র ও সুব্রত সাহা৷

মার্গগুরুদেবের শুভ পদার্পণ দিবস

গত ১৫ই মার্চ হাওড়ার রামরাজাতলায় জগদ্গুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উদয়রপন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনে কণ্ঠ মেলান সুপ্রিয়া ভৌমিক, গুণাতীতা দত্ত, বিপ্লবী শীল, শুভ্র ভৌমিক, শঙ্কর সরকার৷ উক্ত অনুষ্ঠানে সুব্রত সাহা স্বাধ্যায় করেন৷ ‘প্রকৃত গুরু কে’ বাবা ১৯৮১ সালের ১৫ই মার্চ যে প্রবচনটি দিয়েছিলেন স্মৃতীচারণ করে গৌতম দত্ত ও তপন ভৌমিক৷ সহযোগিতায় ছিলেন মহাব্রত দেব, গোপা শীল ও শ্যামসুন্দর দাস৷

মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলে কৃষ্ণনগর সেকেণ্ড ডায়োসিস সেমিনার

অধ্যক্ষ্যা অবধূতিকা আনন্দ তপারতি আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় ৮,৯, ১০ই মার্চ মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলে সাড়ম্বরে কৃষ্ণনগর ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ ৮ই মার্চ মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের (তিন ঘণ্টা) মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ শতাধিক আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্য-সদস্যা  সেমিনারে উপস্থিত ছিলেন৷ প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ‘যোগ ও তন্ত্র ও কেবলাভক্তি’ / ‘আনন্দমার্গ এক বিপ্লব’ এই দুটি বিষয়ের ওপর ক্লাস নেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য

টাটুয়াড়াতে আনন্দমার্গের সেমিনার

গত ৩১শে মার্চ টাটুয়াড়াতে  আনন্দমার্গের  ১দিনের সেমিনারের আয়োজন  করা হয়৷ এতে প্রায় ৫০ জন যোগদান করেন৷ সেমিনারে আনন্দমার্গের  দর্শন ও আদর্শের  বৈশিষ্ট্যের ওপর আলোকপাত  করেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷

আনন্দমার্গের সেমিনার

আনন্দনগর ঃ গত ২৪শে মার্চ আনন্দনগরের  সন্নিকটে সিধি  পঞ্চায়েতের  জেলাডি গ্রামে  আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন ও সামাজিক অর্থনৈতিক দর্শন --- ‘প্রাউটে’র ওপর আলোচনা  করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ ৬০ জন এই সেমিনারে অংশগ্রহণ  করেন৷ এই সেমিনারে মুক্তানন্দজী ৫ জন পুরুষকে ও অবধূতিকা  আনন্দ অনিন্দিতা আচার্যা ১৫ জন মহিলাকে আনন্দমার্গের সাধনা শেখান৷ এই সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সুরেশ কেওট, কৌশিক  সিং ও স্থানীয় অন্যান্য আনন্দমার্গীরা৷

আরামবাগে ও গোয়ালতোড়ে সেকেণ্ড ডায়োসিস সেমিনার

হুগলী জেলার আরামবাগে গত ২২ থেকে ২৪ মার্চ হুগলী ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ আনন্দমার্গ স্কুলে৷ উক্ত সেমিনারে প্রায় শতাধিক আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গের দর্শনের  ‘যোগতন্ত্র ও কেবলাভক্তি’, ‘প্রমা’ ও ‘আনন্দমার্গ কে বিপ্লব’ এই বিষয়গুলির ওপর আলোকপাত করে সুদীর্ঘ বক্তব্য রাখেন৷ উপস্থিত সকলেই তাঁর এই প্রশিক্ষণে দারুণ উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন৷ সেমিনারে যথারীতি নগর কীর্ত্তন, প্রভাত সঙ্গীত, ঈশ্বর প্রণিধান, গুরুপূজা, স্বাধ্যায় করা হয়৷ তিনদিনের এই সেমিনারটি শেষ হয় অখণ্ড ‘বাবানাম কে

আনন্দমার্গ ত্রাণকেন্দ্রের  উদ্বোধন

গত ৩১শে মার্চ চিতমুতে  আনন্দমার্গের  এক ত্রাণকেন্দ্রের উদ্বোধন করা হয়৷  শ্রীমন্টু গড়াঞ এজন্যে  জমি দান করেছেন৷ এই স্থানে  প্রথমে মিলিত সাধনা  করে’ আনন্দমার্গ ত্রাণকেন্দ্রের  উদ্বোধন করা হয় ও এরপর চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷  চিকিৎসা শিবিরে প্রায় ৪০জন দুঃস্থ  রোগীর  চিকিৎসা করা হয়৷ চিকিৎসা করেন, ডাঃ হরিপদ গড়াঞ, ডাঃ আচার্য আত্মাধ্যানানন্দ  অবধূত ও তাঁদের  সহকর্মীরা৷ এই চিকিৎসা কেন্দ্রের  ব্যবস্থাপনায় ছিলেন মন্টু গড়াঞ ও নন্দলাল গড়াঞ৷