November 2019

আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে বৈপ্লবিক বিবাহ

৩রা নভেম্বর রবিবার সন্ধ্যায় আনন্দমার্গ প্রচারক সংঘের কলিকাতা ভি.আই.পি. নগর বাজার কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্যাচর্য় মতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ প্রসঙ্গত উল্লেখ্য যে আনন্দমার্গে সমস্ত রকম জাত-পাত-সম্প্রদায় ও ভৌগোলিক ব্যবধানকে অস্বীকার করে মার্গের সমাজশাস্ত্র মতে দুই তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বৈপ্লবিক বিবাহ বলা হয়৷ এই বিবাহ প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক৷

শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন

৫ই নভেম্বর, শিলচর ঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দশস স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে ৫ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস যথাযোগয মর্যাদার সঙ্গে পালন করা হয়৷ ওই দিন সকাল ৮-৩০ মিনিটে নেতাজী সুভাষ এ্যাভিনিউ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ্যাভিনিউ-এর সংযোগস্থলে অবস্থিত দেশবন্ধুর প্রতিমূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে ওই দেশবরেণ্য নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন৷ এরপর শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ তাপস শঙ্কর দত্ত, শিলচর পুরসভার সহঃ সভানেত্রী চামেলী পাল, শ্যামলকান্তি দেব, অজয় দাস প্রমুখ৷ আজকের প্রজন্মকে এই দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের আদর্শ

বিপজ্জনক উক্তি

মনোজ দেব

রাজ্য রাজনীতিতে হঠাৎ গজিয়ে ওঠা কিছু নেতা এক-এক সময় কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে বসেন৷ সব সময় যে অজ্ঞতার কারণে এই ধরণের কথাবার্ত বলেন তা নয়, বরং এটা তাদের রাজনৈতিক কৌশল৷ প্রচারের আলোতে আসার জন্যে ইচ্ছাকৃত ভাবেই অশালীন অভব্য মন্তব্য করেন৷ অনেক সময় অবাস্তব আজগুবি কথা বলে  বাজার মাত করে যাতে আসল সমস্যা থেকে মানুষের মন সরে যায়৷ চারিদিকে হৈ-চৈ পড়ে যায়৷ সংবাদ মাধ্যমে প্রচার চলতে থাকে৷ কাণ্ডজ্ঞানহীন নেতা এক ধরণের আত্মতৃপ্তিতে আপ্লুত হয়ে পড়েন৷ কিন্তু অপরিণামদর্শী এই নেতারা বোঝেন না, তার একটা মন্তব্য যে কোনও সময় জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না, অনেক অঘটন ঘটিয়ে অনেক অনাসৃষ্টি বাধায়৷

জাতিভেদ ও নারীর মর্যাদা হ্রাস

বৈয়ষ্টিক জীবনে মৌলিক অধিকার সমূহের সুরক্ষা তথা সামূহিক জীবনে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষ অনাদিকাল থেকে শৃঙ্খলাসমন্বিত শাসন–ব্যবস্থার প্রবর্ত্তন করে চলেছে৷ এই সকল আইন শাসকশ্রেণীই সময়ে সময়ে তৈরী করেছে ও প্রতিটি আইন থেকে এ ভাবই প্রকট হয় যে শাসক শ্রেণী আইন প্রণয়নকালে তাদের নিজেদের স্বার্থের দিকেই সব থেকে বেশী নজর রেখেছে৷ দৃষ্টান্ততঃ, মনুস্মৃতিতে মনু বিধান দিয়েছেন যে কোন ব্রাহ্মণ শূদ্রকন্যার পাণিগ্রহণ করলে তাকে মাথা মুড়িয়ে গাধার পিঠে বসিয়ে শহর পরিক্রমণ করানো হবে, আর শূদ্র যদি কোন ব্রাহ্মণতনয়ার পাণিগ্রহণ করে তবে সেক্ষেত্রে তার শাস্তি হবে প্রাণদণ্ড৷  এই ধরণের আইন ব্যবস্থা সমাজে ব্রাহ্মণদের প

ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়

বিভাংশু মাইতি

ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়

               ফুল ফোটে পাখী গায়,

                              রাত ভোর হয়৷

               শিশু কাঁদে রবি হাসে

                              মধু বায়ু বয়

ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়৷

               *    *    *

প্রভু তোমায় রাখবো ধরে মনে

খেলা–ধূলা পড়াশুনায়

সব কাজে সব–খানে

ঈশ্বর তোমায় রাখবো ধরে মনে৷

সকাল বেলায় ঘুম ভাঙলে

ধরবো তোমায় মনে

রাতের বেলায় ঘুমিয়ে যাব

ওই রাঙা চরণে

ভুলবো না কখনো তোমায়

রাতে কিংবা দিনে

প্রভু তোমায় রাখবো ধরে মনে৷

ফল পায় সে তেমন

শিবরাম চক্রবর্ত্তী

অসতেরা মিথ্যাচারে

               সত্যবাদী যাঁরা

ছলনায় কাবু করে

               শেষে পড়ে ধরা৷

খল লোক সোজা নয়

               বাঁকা পথ ধরে৷

চলতেই শেষটায়

               যায় জলে পড়ে৷

পাপাচারী পাপ কাজে

               হাবুডুবু খেয়ে

সমাজের হয়ে বাজে

               জেল খাটে যেয়ে৷

অফিসের বড় বাবু     যদি ঘুষ খায়

শেষ কালে হয় কাবু    চাকরীটা যায়৷

প্রশাসক ধায় যদি      নিজ সুখ তরে,

শেষ কালে তাঁর গদি    জোরে ভেঙে পড়ে৷

যে দেশেতে এই সব যত বেশী হবে

মন জমিনের আবাদ কর

রামদাস বিশ্বাস

পৃথিবীতে আমরা মানুষ যারা,

মানুষের রূপ নয় মন রচি’ তারা৷

মনের মাঝে আছে চৌদ্দটা তল

ভূর্ভূবাদী সাত ঊধর্বতল৷

তলাতলাদি সাত অধস্তল৷

অধস্তল হ’ল সাতটি নরক

উধর্বতল সাত পুষ্প কোরক৷

অন্য ভাষায় যাকে বলে স্বর্গ

কৃষ্ণের বাস উবাচ গর্গ৷

সেই মনকে সবে কর কর্ষণ

দেখতে হবে অমৃত বর্ষণ৷

অহঙ্কার রূপী ছাতা আছে মাথাতে

তাকে ত্যাগ কর প্রেমের আঁতাতে৷

দেখবে স্বর্গ হয়েছে ধরা

স’রে গেছে হৃদয়ের সকল খরা৷

ফের কমলওয়েলথ-এ প্যারা জুডোয় ব্রোঞ্জ জয় এক প্রতিবন্ধী বঙ্গসন্তান বুদ্ধদেবের

প্রথম বিদেশ সফর  আর এই সফরেই বাজিমাৎ বুদ্ধদেবের৷ ছোটো থেকেই দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতার লড়তে লড়তে কখন যে বুদ্ধদেব কমনওয়েলথ জিতে গেছে তা সে নিজেও বুঝতে পারে নি৷ ইংল্যাণ্ডে অনুষ্ঠিত  প্যারা জুডো  কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছেন৷  প্যারা জুডো  প্রতিযোগিতার আসর বসেছিল বার্মিংহামের ওয়ালসালে ৷ ভারত থেকে ২০ জলের দল যোগ  দিয়েছিল৷ বুদ্ধদেব ৬০ কিলোগ্রামের কম ওজনের বিভাগে যোগ দিয়েছিলেন৷  গত ২৬শে সেপ্ঢেম্বরে  তার প্রথম লড়াই ছিল  আলবেনিয়ার খেলোয়াড়ের সঙ্গে৷ আড়াই মিনিটের মধ্যেই বুদ্ধদেব জয়ী হন৷ প্রতিপক্ষদের মধ্যে স্কটল্যাণ্ড , দক্ষিণ আফ্রিকার  প্রতিনিধিরাও ছিলেন৷ যদিও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিলে

আনন্দমার্গে চর্যাচর্য বিধিমত শ্রাদ্ধানুষ্ঠান

১)

নিজস্ব সংবাদদাতা, হাওড়া  ঃ আমতার মুক্তিচক গ্রামের নরহরি মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়৷ নিষ্ঠাবান আনন্দমার্গী ও মার্গের সক্রিয় কর্মী নরহরি মণ্ডল গত ২৬শে অক্টোবর সকালে আনন্দমার্গের কলকাতা কেন্দ্রীয় আশ্রমে মার্গগুরুদেবের মহাপ্রয়াণ দিবসের কীর্ত্তন চলাকালীন দেহত্যাগ করেন৷