আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে বৈপ্লবিক বিবাহ
৩রা নভেম্বর রবিবার সন্ধ্যায় আনন্দমার্গ প্রচারক সংঘের কলিকাতা ভি.আই.পি. নগর বাজার কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্যাচর্য় মতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ প্রসঙ্গত উল্লেখ্য যে আনন্দমার্গে সমস্ত রকম জাত-পাত-সম্প্রদায় ও ভৌগোলিক ব্যবধানকে অস্বীকার করে মার্গের সমাজশাস্ত্র মতে দুই তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বৈপ্লবিক বিবাহ বলা হয়৷ এই বিবাহ প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক৷