ষ্টেট ব্যাঙ্কের ইকনমিক রিসার্চ ডিপার্টমেণ্টের সমীক্ষা: দেশের অর্থনীতির হাল আরও খারাপ হতে পারে
ষ্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার একটি সমীক্ষায় প্রকাশ ভারতের অর্থনীতির হাল আরও খারাপের দিকে যাবে৷ স্টেট ব্যাঙ্কের সমীক্ষা বিভাগ ইকনমিক রিসার্চ ডিপার্টমেণ্ট তাদের বিশেষজ্ঞদের দিয়ে ‘ইকোর্যাপ’ নামে একটি সমীক্ষা রিপোর্টপ্রকাশ করেছে৷ সেই রিপোর্ট থেকেই এই আশঙ্কার কথা জানা যায়৷
গত আট বছরে দেশে শিল্পের উৎপাদন অনেকটাই কমে গেছে৷ প্রায় তলানিতে বলা চলে৷ চলতি অর্থ বর্ষে জিডিপি বৃদ্ধির আনুমানিক হার ৬.১ থেকে কমে ৫-এরও নীচে নেমে যেতে পারে৷ যদিও রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের আশা ছিল চলতি আর্থিক বর্ষে বৃদ্ধির হার ৬.১-এর নীচে নামবে না৷