লেখক
রামদাস বিশ্বাস
কান্না ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে
দু’টি চোখ ভরা জল৷
মায়া মরিচীকা শুধু এই দু’টি চোখে
করে টলমল৷৷
শাওনে কালো মেঘ না যদি থাকত
শারদে শাদা মেঘের কে ছবি আঁকত
সবুজ সবুজ মাঠ ছিল বলে,
কৃষাণী পৌষে তোলে সোণালী ফসল৷৷
বেদনার পারিজাত অরূপ রতন
রেখেছি পান্না-হীরে-চুনীর মতন
এই ব্যথা এই বুকে না যদি থাকত
তোমার মধুর স্মৃতি কে মনে রাখত
সম্পদে বিপদে আঁধার আকাশ ভরা
তোমার স্মৃতি তারা করে ঝলমল৷৷
- Log in to post comments