হাওড়া শ্যামপুরে সেমিনার
গত ১লা মার্চ হাওড়া জেলার শ্যামপুর ব্লকের সেমিনার অনুষ্ঠিত হয় সুলতানপুর আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক ছিলেন বকুলচন্দ্র রায়৷ তিনি আনন্দমার্গ দর্শনে তন্ত্র সাধনা ও চতুবর্গ ও ভক্তি বিষয়ে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন৷ উপস্থিত সকলেই গভীর মনোযোগ সহকারে আলোচনা শোণেন৷ সেমিনারের আয়োজক ছিলেন স্বতন্ত্র বৈতালিক ও অপর্ণা বৈতালিক৷ সেমিনারে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ প্রামাণিক অকুমার মাইতি, অমর চ্যাটার্জী মণিকা ঘোড়ুই, তুলিকা ঘোড়ুই, মধুমিতা কোলে, অঞ্জনা সাহা ও অবধূতিকা আনন্দরসধ্যানা আচার্যা৷ অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷