April 2025

আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আনন্দনগরে: এক স্নেহভরা প্রত্যাবর্তন

কর্মসূত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রবাসী এক মার্গী বোন, যিনি কেরালার কালিকটের অধিবাসী, দীর্ঘ বহু বছর পর তাঁর কালিকট নিবাসী পিতামাতাকে সঙ্গে নিয়ে চারদিনের (১০-১৪ মার্চ, ২০২৫) সফরে আনন্দনগর আসেন৷ এই আবেগঘন যাত্রায় তাঁরা আনন্দনগরের নানাবিধ জনকল্যাণমূলক ও জীবন -জীবিকা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করেন৷

তাঁদের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল ফার্ম হাউস, স্বাস্থ্য কেন্দ্র, বৃক্ষরোপণ উদ্যোগ, স্কিল ট্রেনিং সেন্টার এবং কিশোর ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন৷ আনন্দনগরের উন্নয়নধারা ও সামাজিক পুনর্গঠনের বিভিন্ন দিক প্রত্যক্ষ করে তাঁরা গভীরভাবে অভিভূত হন এবং অকুণ্ঠ প্রশংসা করেন৷

পানীয় জলের সংকট নিরসনে এক প্রয়াস

প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে রাঢ় বাংলার বিস্তীর্ণ অঞ্চল জলসংকটের করাল গ্রাসে আক্রান্ত হয়৷ নলকূপ, পুকুর, বাঁধ সবই শুকিয়ে যায়, ভূগর্ভস্থ জলস্তর বিপজ্জনকভাবে নেমে যায়, ফলে নলকূপগুলিও অচল হয়ে পড়ে৷ এ অবস্থায় পানীয় জলের অভাব তীব্র হয়ে ওঠে, জনজীবন বিপর্যস্ত হয়৷

এই সংকট উত্তরণের লক্ষ্যে দক্ষিণ প্রত্যন্ত আনন্দনগরের সুলুংলহর গ্রামের অলকানন্দা (আলকুষা জোড়) নদীর তীরে ২১শে মার্চ, ২০২৫ একটি কূয়া খননের মহতী উদ্যোগ গৃহীত হয়েছে৷

মহিলা স্বশক্তিকরণের প্রথম ব্যাচের পরীক্ষা সফলভাবে সম্পন্ন

২০শে মার্চ ২০২৫, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন অনুমোদিত আনন্দনগর অ্যাপারেলস প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রথম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে৷

এই ব্যাচের ৩৬ জন মহিলা প্রশিক্ষণার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ প্রতিটি প্রশিক্ষণার্থীকে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল), তাত্ত্বিক (থিওরি) ও মৌখিক (ভাইভা)এই তিনটি পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে৷

নামকরণ ও অন্নপ্রাশন উৎসব

১৭ই মার্চ ২০২৫, চিৎমু নিবাসী শ্রী নিত্যানন্দ গরাঞ ও শ্রীমতী সবিতা গরাঞ-এর একমাত্র পুত্র তাপস গরাঞ ও পুত্রবধূ সিউটি গরাঞ-এর প্রথম পুত্রসন্তানের নামকরণ ও অন্নপ্রাশন উৎসব তাঁদের নিজ বাসভবনে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধান অনুসারে পরিপূর্ণ ভাবগাম্ভীর্য্যে সম্পন্ন হয়৷ এই শুভ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়৷ নবজাতকের নামকরণ করা হয় ‘শুভ্রদীপ’, যার অর্থ শুভ্র আলোর দীপশিখা এক পবিত্র ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক৷

ডিমডিহায় যোগ সাধনা শিবির

১৫-১৬ মার্চ ২০২৫, আনন্দনগরের ‘বি’ ডিট লেভেলের যোগ সাধনা শিবির ডিমডিহা আনন্দমার্গ জাগৃতি ভবনে অনুষ্ঠিত হয়৷ শনিবার, শিবিরার্থী মার্গীরা সেখানে সমবেত হন, গভীর সাধনা ও আত্মশুদ্ধির পরিবেশে নিজেদের নিমগ্ণ করেন৷ সাধনানুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ষোড়শ বিধির শুদ্ধ পালনের গুরুত্ব, যা প্রতিটি অংশগ্রহণকারীর জীবনে অন্তর্নিহিত নীতি ও শৃঙ্খলার স্পষ্টতা আনয়ন করে৷ সারা শিবির জুড়ে ছিল একাগ্রতা, আত্মশুদ্ধি ও আদর্শানুগতার এক অনন্য সমাহার৷

হাওড়ায় প্রাউট সম্মেলন

গত ৮ ও ৯ই মার্চ হাওড়া জেলায় রাণীহাটি আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ প্রাউট কি ও কেন ও প্রাউট কিভাবে বর্তমান অর্থনৈতিক সমস্যার সমাধান করবে ও পুঁজিবাদী শোষণের বিনাশ ঘটিয়ে বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ন করে প্রতিটি মানুষের হাতে জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন পূর্তির আর্থিক ক্ষমতা তুলে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেন আচার্য দেবেশানন্দ অবধূত ও শ্রীবকুলচন্দ্র রায়৷

অখণ্ড কীর্ত্তন

গত ১৪ই মার্চ হাওড়া জেলার শ্যামপুরের সুলতানপুর আনন্দমার্গ স্কুলে আবেগঘন আধ্যাত্মিক পরিবেশে বসন্ত উৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে ৬ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠের পর উপস্থিত সকলে প্রথমে মার্গগুরুর প্রতিকৃতিতে আবির অর্পন করে তারপর নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠে৷ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সুশান্ত শীল ও স্বতন্ত্র বৈতালিক৷

যোগ স্বাস্থ্য শিবির

হাওড়ার খলিশানী কালীতলা বাসষ্ট্যান্ডে একটি ত্রিতল বাড়িতে সুশান্ত শীলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং অভিজিৎ মাইতির সহযোগিতায় পি.এম.এস.এ এর ব্যানারে একটি যোগ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ ওখানে মূখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য পূর্নদেবানন্দ অবধূত, আ: সুধাব্রতানন্দ অবধূত ও দিদি আনন্দ রসপ্রজ্ঞা আচার্য’, অনুষ্ঠানে যথাক্রমে বকুল চন্দ্র রায়, সুব্রত সাহা এবং অমিয় পাত্র মহোদয় গনকে সর্র্ম্মেধনা দেওয়া হয় ও অভিজিৎ মা ইতি কে পূরস্কৃত করা হয়৷ উক্ত অনুষ্ঠানে ২ জন যোগের প্রশিক্ষণ গ্রহণ করেন৷ সুন্দর নিরামিষ আহারের ব্যবস্থা ছিল৷ সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সুশা

আনন্দমার্গীয় বিধিতে জন্মতিথি ও হাতে খড়ি উৎসব

১৭ই মার্চ ২০২৫, চিৎমু গ্রামের নিবাসী ভ্রাতৃদ্বয়কনিষ্ঠ মিঠুন গরাঞ ও তাঁর স্ত্রী জ্যোতি গরাঞের একমাত্র কন্যা অরুণিমার দ্বিতীয় জন্মদিন আর মধ্যম মুকুল গরাঞ ও তাঁর স্ত্রী পূর্ণিমা গরাঞের একমাত্র পুত্র অর্ণবের তৃতীয় জন্মদিন, তৎসহ অর্ণবের হাতে খড়ি অনুষ্ঠান তাঁদের নিজ বাসভবনে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধি অনুসারে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে উদ্‌যাপিত হয়৷

মেদিনীপুরে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল ১ম বর্ষ প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা৷ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সকাল দশটায় শুরু হয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন পর্ব৷ মহান দার্শনিক ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার এর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীণ রাওয়া সদস্য শ্রী অসিত কুমার দত্ত৷ মঞ্চে উপবিষ্ট সকলেই পুষ্পার্ঘ্য অর্পণের পর অতিথি ও বিচারকগণ কে বরণ করে নেওয়া হয়৷ উদ্বোধনী প্রভাত সঙ্গীত ’সবারে করি আহ্বান’ পরিবেশন করেন দ্বৈত ভাবে ব্রজগোপাল সাহু ও প্রজ্ঞা পারমিতা পাত্র৷ প্রভাত সঙ্গীত বিষয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সংস্থ